বিসমিল্লাহ পাঠ করার গুরুত্ব ও ফযিলত
আমরা সবাই বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয় শিখেছি, কিন্তু কেন “বিসমিল্লাহির রাহমানির রাহীম” বলতে হবে? কি আছে বিসমিল্লাহ এর মাঝে? মুসলমান হিসেবে আমাদের তা জানা দরকার।
বিসমিল্লাহির রাহমানির রাহীম শব্দের অর্থ হল “পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি” কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা তাৎপর্য ও গুরুত্ব আমারা সবাই জানি না। এর উপর জ্ঞান রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
পবিত্র আল-কুরআনের ১১৪ টি সূরা আছে, এর মধ্যে একটি সূরা তওবা ব্যতিত অন্য বাকি ১১৩টি সূরা শুরু হয়েছে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” দিয়ে। এছাড়াও হাদীস থেকে জানা যায়, আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:)”বিসমিল্লাহির রাহমানির রাহীম” বলে প্রত্যেক কাজ শুরু করতেন। মূলত “বিসমিল্লাহির রাহমানির রাহীম” এর তাৎপর্য, গুরুত্ব ও ফযিলত অত্যন্ত গভীর।







0 comments:
Post a Comment