Sunday, 28 April 2019

ডায়াবেটিক গাছ Gynura Procumbens – For Diabetic patients

ডায়াবেটিক গাছ Gynura Procumbens – For Diabetic patients
ডায়াবেটিক গাছ Gynura Procumbens – For Diabetic patients

Product Description:

আশ্চর্য এক গাছের পাতা আপনার ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে রাখবে । আমরা সবরাহ করছি ।
আমাদের উদ্দেশ্য বেবসা নয়, সারা বাংলার মানুষের সেবার জন্য এই ক্ষুদ্র প্রয়াস। সবার বাড়িতে একটি গাছ থাকুক এটাই চাই ।
————————————————————————————————————
চীনে একটা গাছ খুব প্রসিদ্ধ। এই গাছ সারা বিশ্বে বিপুল জনপ্রিয় ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে Gynura procumbens (গায়নুরা প্রোকাম্বেনস ) ঔষধী গাছ । খালি পেটে ২টি পাতা খেলে নাকি ডায়াবেটিস ও ব্লাড সুগার নিয়ন্ত্রনে থাকে।

বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল জনপ্রিয় ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে Gynura procumbens (গায়নুরা প্রোকাম্বেনস ) ঔষধ গাছ ।এটা এক ধরনের হার্বাল গাছ এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে ।

আজকাল এটাকে Diabetes, HTN and elevated levels of cholesterol and trigycerides. এর জন্য ওয়ান্ডার হারব বলে মনে করা হয় ।ইদানিং এটির গুনের নাম ডাক সারা বিশ্বে ছড়িয়ে পডেছে । চীন দেশে এটির ব্যবহার এন্টি ভাইরাস হিসেবেও খুব পরিচিত ।

এই গাছ এর আয়ুস্কাল ২৫-৩০ বছর। মাত্র ৩ ফুটের মত লম্বা হবে ও একটা ঝোপে পরিনত হবে। ছাদে, বারান্দায়, উঠানে বা টবে লাগানো যাবে ।

বোটানিক্যাল নামঃ→ Gynura Procumbens
চাইনিজ নামঃ→ Jian Feng Wei
ইংরেজি নামঃ→ sabunga

উপকারিতা:
*. গাছটির ২ টি পাতা প্রতিদিন সকালে খালি পেটে সেবনে শুধু সুগার এবং কলস্টেরল নিয়ন্তণই নয় তরতাজা রাখে কিডনি ও লিভার এবং রোধ করে ব্ল্যাড প্রেসার ।। এই গাছের রস এবং পাতার গুড়া চায়ের মতো সেবনে ডায়াবেটিস ও প্রেশার থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
*. সুগার স্বাভাবিক মাত্তার তুলনায় আরো কমিয়ে হাইপোগ্লাইসেমিয়ার বিপদ ডেকে আনে না।

ব্যবহারবিধিঃ
যাদের ডায়াবেটিস, প্রেশার এবং কোলস্টেরল আছে, তাদের প্রতিদিন সকালে খালি পেটে ২টি পাতা সেবন করতে হবে। ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে ২টি পাতা ও রাতে শোবার আগে ২টি পাতা সেবন করতে হবে।

পরিচর্যা ও রোপণ পদ্ধতি:
গাছটি খুবই অল্প জায়গা নেয়। টবেই অনায়াসে রোপণ করা সম্ভব। সর্বনিন্ম ১০ ইঞ্চি টবে গোবরের সার ও মাটি মিশিয়ে চারা রোপণ করতে হবে এবং প্রতিদিন নিয়মিত সকাল-বিকাল পানি দিতে হবে। মাঝে মাঝে সেদ্ধ চা-পাতা মেশাতে পারেন। বছরে অন্তত দু’বার মিশ্র সার ব্যবহার করতে পারেন।

আমরা এই গাছ অনলাইনের মাধ্যমে সবার কাছে বিক্রি করছি।
সারা দেশে যে কোন যায়গায় আমরা বিশেষ পদ্ধতিতে কুরিয়ার করছি।
অর্ডার দিতে ১০০/= আডভান্স বিকাশ করতে হবে।

0 comments:

Post a Comment

বাচ্চার মেধাশক্তি বাড়াবেন কিভাবে? - Improve baby mental growth

বাচ্চার মেধাশক্তি বাড়াবেন কিভাবে? মা-বাবা হিসাবে আপনি তো নিশ্চয় চান যে পড়াশোনায় আপনার বাচ্চা দারুণ কিছু করুক। কিন্তু কখনও ভেবে দেখেছ...