Sunday, 13 January 2019

সঙ্গমকালে যৌনাঙ্গে ব্যাথা এড়াবেন যেভাবে? - How to treat pain during sex?

সঙ্গমকালে যৌনাঙ্গে ব্যাথা এড়াবেন যেভাবে?

Pain during sex


রিলাক্সেশনের কিছু ব্যয়াম করলে ভ্যাজাইনার পেশিগুলো শিথিল হতে পারে। ফলে সঙ্গমের সময় ব্যথার থেকে মুক্তি পাওয়া সম্ভব।

1. উল্টানো জরায়ু হলে সঙ্গমের সময় অবস্থান বদল করলে সঙ্গম আরামদায়ক হতে পারে।

2. ইনফেকশন হলে খাওয়ার বা ভ্যাজাইনাতে লাগানোর ওষুধ দেওয়া হতে পারে।

3. ভ্যাজাইনা বেশি রুক্ষ হলে ক্রিম বা জেলি ব্যবহার করলে ব্যথা কম হতে পারে।

4. রিলাক্সেশনের কিছু ব্যয়াম করলে ভ্যাজাইনার পেশিগুলো শিথিল হতে পারে। ফলে সঙ্গমের সময় ব্যথার থেকে মুক্তি পাওয়া সম্ভব।

5. শারীরিক পরীক্ষায় যদি দেখা যায় উল্টানো জরায়ু আসলে এন্ডোমেট্রিওসিস এবং ব্যথার কারণ এটাই, তবে অপারেশন করতে হতে পারে।

0 comments:

Post a Comment

বাচ্চার মেধাশক্তি বাড়াবেন কিভাবে? - Improve baby mental growth

বাচ্চার মেধাশক্তি বাড়াবেন কিভাবে? মা-বাবা হিসাবে আপনি তো নিশ্চয় চান যে পড়াশোনায় আপনার বাচ্চা দারুণ কিছু করুক। কিন্তু কখনও ভেবে দেখেছ...